Meghe Bhasa Din Lyrics in Bengali | মেঘে ভাসা দিন লিরিক্স

Song: Meghe Bhasa Din
Singer : Minar Rahman
Lyrics : Isteaque Ahmed

Meghe Bhasa Din Lyrics in Bengali

হোক কিছু বোঝাবুঝি ভুল
হোক কিছু বোঝাবুঝি ঠিক,
তারপরও যদি চলে যাই
তুমি আর আমি দুজনে দু’দিক।

জানিনা কোথায় তুমি হারাবে?
তোমাকে খুঁজেই যাবো ঘুরে ঘুরে,
কখনও তোমাকে ছাড়া,
হবেনা, আসবো যে ফিরে।

তুমিতো জানো না, তুমিতো বোঝোনি
কতটা তোমায় বাসি ভালো,
তোমায় ঘিরে এই আমার মন
কত স্বপ্ন ওড়ালো।।

হোক কিছু মেঘে ভাসা দিন
হোক কিছু পাখিদের গান,
তবে চলো ভুলে যাই
তোমার আমার যত অভিমান।

জানিনা কোথায় তুমি হারাবে?
তোমাকে খুঁজেই যাবো ধীরে ধীরে,
কখনও তোমাকে ছাড়া,
হবেনা, আসবো যে ফিরে।

তুমিতো জানো না, তুমিতো বোঝোনি
কতটা তোমায় বাসি ভালো,
তোমায় ঘিরে এই আমার মন
কত স্বপ্ন ওড়ালো।।

Share with your friends

Leave a Comment