Song Aaj Jyotsna Raate
Singer: Jayati Chakraborty
Lyricist : Rabindranath Tagore
Aaj Jyotsna Raate Lyrics in Bengali:
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।
যাবো না, যাব না যে, যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে
যাবো না গো, যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে।
এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে,
যাব না এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে।
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।