Song: Aalo
Singer: Rupam Islam
Aalo Lyrics in Bengali
আলো, আলো-আলো,
তুমি মাথার মধ্যে জ্বালো
আর আমার মন্দ ভালোর খবর নাও।
ঢালো, ঢালো-ঢালো,
যত হরফ কালো কালো
তুমি আমায়, আমার জীবন, ফেরত দাও।
হাসি, হাসি-হাসি,
আমি তোমায় ভালবাসি
তোমার ছায়ায় বসে কাঁদি, আমি প্রায়
বসে, বসে-বসে,
আমার খেয়াল পড়ে ধ্বসে
তবু দেয়াল ভাঙার ইচ্ছে থেকে যায়।
ও লালন, আমার লালন,
তুমি আমায় করো পালন
আর আমার বদ্ধ জলায়,ভাষায় নাও।
এই লেনন, আমার লেনন
আমার মনের মধ্যে যে জন, করে বসত
তাকে আপন ধরে নাও.. আ..
না, না না না না ..
কুশপুতুলের চেনা, চেনা মুখ
নীল পৃথিবীর ভয়ে এই অসুখ
শেয়াল, কুকুর, হয়না, শকুনে
ছদ্মবেশে অবাধ বিচরণ।
তাই আমার ঠোঁটের বিষের পাত্রতে
আর আমার কাঁদে ছায়া বিষাদের
কি হবে অভিশপ্ত জীবন
হাঁ ভেঙে গেছে শেষ বার আমার মন।
ও জয়ী, জয়ী-জয়ী,
যখন মিথ্যে রক্ত-ক্ষয়ী
বেশ তুমি আমার হিসেব বুঝে নাও।
আর যদি, যদি-যদি
আমায় ত্যাগ করো দরদেই
বয়ে যাওয়ার, আগে শেষবার, দাঁড়াও