Song: Abaro
Singer: Hridoy Khan
Abaro Lyrics in Bengali
ভেবে অজান্তে আমি কেন হেসে যাই
আবোল তাবোল মনে বলে যাই,
চোখ আমার যত দূরে যায়
চাই যে তাকে অযথাই,
একি আমি না অন্য কেউ
কতটা জরুরী হলেও
কাছে না যেন কোথাও
হবে হবে দেখা আবারও।।
মেঘের সুর জানা নেই
এ কেমন নেশা
বাতাসের আমেজে পেয়েছি,
এ কথা কেন যে
ভূলে যাই বলো না
চারিদিকের স্বপ্নে এসো তুমি,
কোথাও ঝড়, কোথাও বা সাঁঝ
পাগল মনে বলে যাই।
একি আমি না অন্য কেউ
কতটা জরুরী হলেও
কাছে না যেন কোথাও
হবে হবে দেখা আবারও।।