Song: Amar Amar Lage
Singer: Arman Alif
Amar Amar Lage Lyrics in Bengali
তোর মুখের মায়ায় পইড়া দেখি
তোর মুখের মায়ায় পইড়া দেখি
বুকটা খালি লাগে,
বড়ই খালি খালি লাগে
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
হয়নি কভু আমার এমন,
তোরে দেখার আগে
মেয়ে, তোরে দেখার আগে
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
তোরে সামনাসামনি দেখলে পরে,
মন থেকে মন কয়
হাঁসতে হাঁসি বনবাসী হইতে মনে হয়।
খুব করে যে ভাবি তোরে,
ডুব দিয়ে তোর প্রেমে
তোর হাসিমুখ বাঁধাই করে,
রাখসি মনের ফ্রেমে।
আমি বলতে গিয়েও পারিনা তো,
আমি বলতে গিয়েও পারিনা তো
জাগে রে ভয় জাগে,
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
হয়নি কভু আমার এমন,
হয়নি কভু আমার এমন,
তোরে দেখার আগে
মেয়ে, তোরে দেখার আগে
কেন জানি তোরে শুধু
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু
আমার আমার লাগে।
তোরে মনটা খোঁজে,
চোখটা বোজে, প্রতি দমে দম
ভেতর জুড়ে তোর লাগি টান,
বাড়ছে রে পরম।
প্রেমের ওজন যায় না মাপা,
হোক না যতই ভারি
আমার আমি রাধিক রে তুই
বোঝাতে না পারি।
আমি ছাড়া তুই কারো না,
আমি ছাড়া তুই কারো না,
বলছি আগেভাগে,
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
তোর মুখের মায়ায় পইড়া দেখি,
তোর মুখের মায়ায় পইড়া দেখি
বুকটা খালি লাগে,
বড়ই খালি খালি লাগে।
কেন জানি তোরে শুধু
আমার আমার লাগে।
হয়নি কভু আমার এমন,
হয়নি কভু আমার এমন,
তোরে দেখার আগে
মেয়ে, তোরে দেখার আগে
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।
কেন জানি তোরে শুধু,
আমার আমার লাগে।