Song: Amar Ei Shunnyo Hridoy
Singer: Rupankar Bagchi
Amar Ei Shunnyo Hridoy Lyrics in Bengali
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।
যে রাতে তুমি ছিলে আমার পাশে
দুটি মন দুটি হৃদয় ছিলো
ওগো আরও কাছে।
মনে পড়ে যায় সজনী
মনে পড়ে যায়,
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।
এ গানের রামধনু রং
তোমাকে খুঁজে পায়,
এ গানের রামধনু রং
তোমাকে খুঁজে পায়,
স্বপ্নের সেদিন আজও
মনে পড়ে যায়।
সুরের এই ঝর্ণা ধারায় সুরের মাঝে
তোমাকে পাই যে আমি বারে
বারে সকল কাজে।
বৃথা চলে যায় রজনী
কেঁদে মরি হায়..
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়,
জানিনা কোন হৃদয়ে তোমাকে মানায়
আমার এই শূন্য হৃদয়
কেঁদে ফিরে যায়।