Amar Hriday Tomar Aapan Haater Dole lyrics:
আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও(x2)
কে আমারে কী যে বলে
কে আমারে কী যে বলে
ভোলাও ভোলাও ভোলাও
আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলও দোলাও দোলাও
আমার হৃদয়
ওরা কেবল কথার পাঁকে
নিত্য আমায় বেঁধে রাখে
ওরা কেবল কথার পাঁকে
নিত্য আমায় বেঁধে রাখে
বাঁশির ডাকে সকল বাঁধন
খোলাও খোলাও খোলাও
আমার হৃদয়
মনে পড়ে
কত না দিন রাতে
আমি ছিলেম
তোমার খেলার সাথী(x2)
আজকে তুমি তেমনি করে
সামনে তোমার রাখো ধরে(x2)
আমার প্রানের খেলার সে ঢেউ
তোলাও তোলাও তোলাও
আমার হৃদয়
তোমার আপন হাতের দোলে
দোলাও দোলাও দোলাও
আমার হৃদয়|