Amar Sadh Na Mitilo Lyrics in Bengali |আমার সাধ না মিটিল লিরিক্স

Song: Amar Sadh Na Mitilo
Singer: Kumar Sanu

Amar Sadh Na Mitilo Lyrics in Bengali

মা..
আমার সাধ না মিটিল আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা,
আমার সাধ না মিটিল আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা,
জনমের শোধ ডাকি গো মা তোরে,
জনমের শোধ ডাকি গো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা
সকলি ফুরায়ে যায় মা,
আমার সাধ না মিটিল আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা।

পৃথিবীর কেউ ভালতো বাসে না
এ পৃথিবী ভাল বাসিতে জানে না,
পৃথিবীর কেউ ভালতো বাসেনা
এ পৃথিবী ভাল বাসিতে জানেনা,
যেথা আছে শুধু ভাল বাসাবাসি,
যেথা আছে শুধু ভাল বাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা
সকলি ফুরায়ে যায় মা,
আমার সাধ না মিটিলো আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা।

বড় দাগা পেয়ে বাসনা তেজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি,
বড় দাগা পেয়ে বাসনা তেজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি,
অনেক কেঁদেছি কাঁদিতে পারি না,
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙ্গে যায় মা
সকলই ফুরায়ে যায় মা,
আমার সাধ না মিটিল আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা।
জনমের শোধ ডাকি গো মা তোরে,
কোলে তুলে নিতে আয় মা
আমার সাধ না মিটিল আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা।

Share with your friends

Leave a Comment