Song: Amaroto Gaan Chilo
Singer: Kishore Kumar
Amaroto Gaan Chilo Lyrics in Bengali
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। (x2)
জানিনা কি অপরাধে শোনাতে এসে গান
বাঁধা বীণা ছিঁড়ে গেল ভেঙে গেল প্রাণ (x2)
কত সুখ পেল বিধি তার এ লিখনে..
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে।
তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই
নিয়তির চেয়ে বড় কিছু কি গো নাই (x2)
ভালোবাসা রাজার রাজা নয় কি ভুবনে..
আমারও তো গান ছিলো সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে।
ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার
সুর খুঁজে পাবো আমি কন্ঠে আমার (x2)
জ্বালো গো আলোর শিখা আঁধারের কোণে..
আমারও তো গান ছিল সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে,
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে..