Ami Sahebo Noi Golamo Noi Lyrics in Bengali |আমি সাহেবও নই গোলামও নই লিরিক্স

Song: Ami Sahebo Noi Golamo Noi
Singer: Hemanta Mukherjee

Ami Sahebo Noi Golamo Noi Holo Lyrics in Bengali

আমি সাহেবও নই, গোলামও নই
উঁচুও নই, নিচুও নই,
আমিরও নই, ফকিরও নই
ছোট্ট একটা দূরই,
জীবনটা তো আমার কাছে
দু আঙুলের তুড়ি,
আমি ছোট্ট একটা দূরই,
সাহেবও নই, গোলামও নই।।

ভাগ্যটা তো তিনটি তাসের খেলা
খেলেছি জিতেছি হেরেছি
কেঁদেছি হেসেছি জেনেছি, হা হা হা..
ভাগ্যটা তো তিনটি তাসের খেলা
দিনের আলোয় সাদা সে তো
কালো সন্ধ্যাবেলা,
সেই আলোছায়ায় জোকার সেজে
বোকার মতো ঘুরি,
আমি ছোট্ট একটা দূরই,
আমি সাহেবও নই, গোলামও নই
উঁচুও নই, নিচুও নই
ছোট্ট একটা দূরই।।

দুঃখ পেয়েও মেজাজ নিয়ে থাকো
বেশ মানিয়ে খিদেটাকে
ঘুম পাড়িয়ে রাখো,
মনে করো জীবনটা তো
সাদা রঙীন ঘুড়ি,
আমি ছোট্ট একটা দূরই
আমি সাহেবও নই, গোলামও নই
উঁচুও নই, নিচুও নই,
ছোট্ট একটা দূরই।।

অতশত ভাবার কি আর আছে
সোম মঙ্গোল বৃহস্পতি
এক যে আমার কাছে,
ভাবনাটাকে হাউই করে
আকাশে দিয়ে ছুঁড়ি,
আমি ছোট্ট একটা দূরই।

Share with your friends

Leave a Comment