Anek Durer Manush Lyrics in Bengali |অনেক দূরের মানুষ লিরিক্স

Song: Anek Durer Manush
Singer: Anindya Chatterjee

Anek Durer Manush Lyrics in Bengali

কখনও জোর করে অথবা ভুল করে
বোজো চোখের পাতা
ঝিমিয়ে নাও মাথা,
আমার পরিচয় এড়িয়ে যাও।

যেভাবে উচ্চারণ হয়েছে সাধারণ,
খেলাতে হেরেছি, আঁকড়ে ধরেছি,
ছাড়িয়ে নাও তোমায়, এগিয়ে যাও।

থাক সে কথা জানতে চেয়ে আর
লজ্জা দিয়ো না,
স্পর্শকামী হাত দুটো আর
ধরতে চেয়ো না।

আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।।

যে সুরে বেঁধেছি
আঙুলে গেঁথেছি,
সে হাত একবার ধরে দেখো
ছুঁয়ে দেখো না।

যে ফিতে বাঁধনি, আড়ালে কাঁদনি
অঝোরে ঝরিনি, নজরে পড়িনি,
আমার পরিচয়, এড়িয়ে যাও।

থাক সে কথা জানতে চেয়ে আর
লজ্জা দিয়ো না,
স্পর্শকামী হাত দুটো আর
ধরতে চেয়ো না।

আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।।

Share with your friends

Leave a Comment