Song: Apology
Singer : Rishi Panda
Lyrics : Rishi Panda
Apology Lyrics in Bengali
আশা করি ভালোই আছো
সবই সহজ আজ আমায় ছাড়া,
আমার মতন হয়নি জীবন
দিকশুন্য দিশাহারা।
আশা করি ঘুম এসে যায় রোজ
শুকনো চাদরে,
আমি ছাড়া দমবন্ধ হয় না আর
হঠাৎ করে।
it’s just an apology, is what we needed
সময় হয়নি তাও
সেই ঝগড়াঝাটি দিয়ে ফাঁকি,
আজ তুমি উধাও।
আরও বাড়ছে শীত দিগবিদিক
থামছে না লড়াই,
এই পথ গহীন অন্তহীন
নেই কোন উপায়।।
ঘুমহীন রাতের শেষ নেই
হারিয়ে যাচ্ছে অনেকেই,
তুমিও কাউকে খুঁজে নাও
সবই পাও মনে যা চাও।
একই চাঁদের আলোয় আজ
ভিজছে তোমার আমার রাত,
ভাবনা করে যে সম্বল
এই বন্ধ ঘড়ির দল।
সঙ্গ দিক, সঙ্গ দিক ..
অন্ধকারে মাথাচাড়া দেয়
ঘোর বাস্তব,
চিন্তারা সব ভিড় যে বাড়ায়
I need to stop.
পছন্দমতো রঙ লাগিও
নেলপলিশে,
শান্তিতে রোজ এসে যায় ঘুম
শুকনো বালিশে।
it’s just an apology is what we needed
সময় হয়নি তাও
সেই ঝগড়াঝাটি দিয়ে ফাঁকি,
আজ তুমি উধাও।
আরও বাড়ছে শীত দিগবিদিক
থামছে না লড়াই,
এই পথ গহীন অন্তহীন
নেই কোন উপায়।।