Baro Asha Kore lyrics:
বড়ো আশা ক’রে এসেছি গো,
কাছে ডেকে লওফিরায়ো না জননী।।
বড়ো আশা ক’রে এসেছি গো,
কাছে ডেকে লওফিরায়ো না জননী।।
দীনহীনে কেহ চাহে না,
তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি-যে কিছু চাহি নে,
চরণতলে বসে থাকিব।
আর আমি-যে কিছু চাহি নে,
জননী ব’লে শুধু ডাকিব।
তুমি না রাখিলে,
গৃহ আর পাইব কোথা,
কেঁদে কেঁদে কোথা বেড়াব–
ওই-যে হেরি তমসঘনঘোরা গহন রজনী।।
বড়ো আশা ক’রে এসেছি গো,
কাছে ডেকে লওফিরায়ো না জননী।।