Bhaier Kapale Dilam Phonta lyrics(ভাইয়ের কপালে দিলাম ফোঁটা)|

Bhaier Kapale Dilam Phonta lyrics:

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
আর কি আমি চাই
নাই বা পেলাম পান্না-চুনি
দুঃখ আমার কিছু নাই

দূরে যতই থাকুক না বল
কাছে আসি এলে লগন
দূরে যতই থাকুক না বল
কাছে আসি এলে লগন
এই একটি দিনে বোনের হাতে
এই একটি দিনে বোনের হাতে
যুগে যুগে বন্দী যে ভাই
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
আর কি আমি চাই
নাই বা পেলাম পান্না-চুনি
দুঃখ আমার কিছু নাই

ভাইয়ের দেওয়া দুর বাঁধনে
বোন যে কি পায় সেই তা জানে
এই আশির্বাদে গর্ব নিয়ে
এই আশির্বাদে গর্ব নিয়ে
সুখী যে হয় বোনেরা সবাই
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
আর কি আমি চাই
নাই বা পেলাম পান্না-চুনি
দুঃখ আমার কিছু নাই |


Share with your friends

Leave a Comment