Bhalo Lagche Lyrics: Srikanto acharya
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা!
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা!আলো আধার, নিকট দূর
আলো আধার, নিকট দূর
ঘুম পাড়ানি গান,
ঘুম পাড়ানী সুরলাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা!
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনাথেমে থাকা পথচলা
বলার খুশিতে কথা বলা
থেমে থাকা পথচলা
বলার খুশিতে কথা বলামনঘরে গড়া এ মধুপুর
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনাভালো লাগছে পথ যাওয়া
সময় হারিয়ে যাওয়া
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিণ হাওয়াভালো লাগছে পথ যাওয়া
সময় হারিয়ে যাওয়া
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিণ হাওয়ামুখে হাসি চোখে কাদন
কি জাদু মন্ত্রে গড়া বাঁধন
মুখে হাসি চোখে কাদন
কি জাদু মন্ত্রে গড়া বাঁধন
শুধু সুধা নয় সবই মধুরলাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা!আলো আধার, নিকট দূর
আলো আধার, নিকট দূর
ঘুম পাড়ানি গান, ঘুম পাড়ানী সুর
লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা!
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা।