Bhalobeshe Chole Jeyo Na Lyrics in Bengali | ভালোবেসে চলে যেওনা লিরিক্স

Song: Bhalobeshe Chole Jeyo Na
Singer : James
Lyrics & Tune : Lucky Akhand

Bhalobeshe Chole Jeyo Na Lyrics in Bengali

ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই,
পথ ছেড়ে যেতে পারো দূরে..
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে,
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই।।

সবুজের কাছে সমঝতা ছিঁড়ে এসেছিল ঝড়
শাখা প্রশাখার সাথে
ঝরে গেছে অবুঝ পাতা..
তবু শেকড়ের মায়া জালে
রয়ে গেছে সে রয়ে গেছে সে,
সূর্যের আদরে ব্যাথাগুলো,
সূর্যের আদরে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই।।

সেই বয়ে যাওয়া সাগরের
ঝরে যাওয়া সবুজের প্রেম ছুঁয়ে,
পাখিদের ডানায় ভেসে
ফিরে আসো, ফিরে আসো,
যেখানে তোমার আমি সেই।

ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই,
পথ ছেড়ে যেতে পারো দূরে..
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে,
জোছনার দীপালিতে ব্যাথা গুলো
জোছনার দীপালিতে ব্যাথা গুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই।।

Share with your friends

Leave a Comment