Bhubonomohini Bondi Tomare Lyrics in Bengali |ভুবনমোহিনী বন্দি তোমারে লিরিক্স

Song: Bhubonomohini Bondi Tomare
Singer: Raghab Chatterjee
Lyrics : Acharya Sanjay Chakraborty 

Bhubonomohini Bondi Tomare Lyrics in Bengali

ভুবনমোহিনী ..
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী,
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী।

তুমি মহাবিদ্যা আদ্যাশক্তি
এ বিশ্ব তোমারি বিভূতি,
মহাবিদ্যা আদ্যাশক্তি
এ বিশ্ব তোমারি বিভূতি,
তুমি শক্তি, জ্ঞানদাত্রী
তুমি শক্তি, জ্ঞানদাত্রী
প্রেম আনন্দদায়িনী মা
প্রেম আনন্দদায়িনী ..
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী।

তুমি হৈমবতী, তুমি অহংনাশিনী
হৈমবতী, তুমি অহংনাশিনী,
জগৎ জনের রিপুদলনী
জগৎ জনের রিপুদলনী,
জগদ্ধাত্রী ত্রাণ কারিণী
জগদ্ধাত্রী ত্রাণ কারিণী,
তুমি আদিজননী মা
তুমি আদিজননী ..
ভুবনমোহিনী,
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী।

তুমি মহাবিদ্যা আদ্যাশক্তি
এ বিশ্ব তোমারি বিভূতি,
মহাবিদ্যা আদ্যাশক্তি
এ বিশ্ব তোমারি বিভূতি,
তুমি শক্তি, জ্ঞানদাত্রী
তুমি শক্তি, জ্ঞানদাত্রী,
প্রেম-আনন্দদায়িনী
প্রেম-আনন্দদায়িনী ..
ভুবনমোহিনী বন্দি তোমারে
দুর্গে দুর্গতিহারিণী,
দুর্গে দুর্গতিহারিণী,
মা.. মা.. মা..

Share with your friends

Leave a Comment