Bondho Moner Duar Lyrics in Bengali |বন্ধ মনের দুয়ার লিরিক্স

Song: Bondho Moner Duar
Singer: Mita Chatterjee

Bondho Moner Duar Lyrics in Bengali

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া,
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া,
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।।

নাই বা রইলো কোনো আয়োজন
নেই তো কোনো কিছু প্রয়োজন,
নাই বা রইলো কোনো আয়োজন
নেই তো কোনো কিছু প্রয়োজন,
মনের মাধুরী মিশিয়ে দিয়েছি
পেয়েছি পরম পাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।।

আসুক আঁধারের রাতি
জেলে দেবো প্রেমের বাতি,
আসুক আঁধারের রাতি
জেলে দেবো প্রেমের বাতি,
এইতো শুরু জীবন সাগরে
তরণী বেয়ে যাওয়া।

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া,
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।।

Share with your friends

Leave a Comment