BONDHU TOMAY Lyrics in Bengali | বন্ধু তোমায় লিরিক্স

Song: Bandhu tomay
Singer: Rishi Panda

Bandhu tomay Lyrics in Bengali:

ছেড়া ঘুড়ি রঙ্গিন বল
এই টুকুই সম্বল
আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা
বাজে বকা, রাত্রি দিন Asterix Tintin
এলোমেলো কথা উড়ে যেত,
হাসির ঠেলায়।

সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।

গল্পের মত, ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবনা আড়ি
গল্পের মত, ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবনা আড়ি
সে খেলা কানা গলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter-এ
সে খেলা কানা গলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter-এ
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।

বইমেলা গুলো, গার্গী শ্রেয়সী
চেনা মুখগুলো, পরিচিত হাসি
বইমেলা গুলো, গার্গী শ্রেয়সী
চেনা মুখগুলো, পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি শে,
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি শে।
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।

ছেড়া ছবি, ফটিক জল, এইটুকুই সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
এক ঘেয়ে ক্লান্ত দিন, tancus asperin
যানজট এ দেরী হয়ে গেল বিকাল বেলা
মরা মাছের চোখ যায় যতদুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে,
মরা মাছের চোখ যায় যতদুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।

Share with your friends

Leave a Comment