Song: Bujhbe Na Keu Bujhbe Na
Singer: Lata Mangeshkar
Bujhbe Na Keu Bujhbe Na Lyrics in Bengali
বুঝবে না, কেউ বুঝবে না
কি যে মনের ব্যথা।
বুঝবে না কেউ বুঝবে না
কি যে মনের ব্যথা,
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা সবাই, জানে তারই কথা..
বুঝবে না কেউ বুঝবে না
কি যে মনের ব্যথা।
যদি এমন হতো যত বেদনা
বীজেরই মতন করে যেতো গো বোনা,
যদি এমন হতো যত বেদনা
বীজেরই মতন করে যেতো গো বোনা,
লালে লাল ফুলে ফুলে ভোরে যেত গান
দূর থেকে দেখে তারে যেতো গো চেনা।
খুঁজবে না কেউ খুঁজবে না
মনেরও গভীরতা,
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা সবাই, জানে তারই কথা ..
বুঝবে না কেউ বুঝবে না
কি যে মনের ব্যথা।
আমি তোমায় কোনো দোষ দেবো না
আমারই মতন জ্বলো তাও চাবো না,
আমি তোমায় কোনো দোষ দেবো না
আমারই মতন জ্বলো তাও চাবো না,
বোঝা না বোঝার আলো ছায়া খেলনা
চেনা হয়ে চিরদিনই রবো অচেনা।
মুছবে না কেউ মুছবে না
ভিজে চোখের পাতা,
অন্ধ খনির অন্তরে থাকে,
যে সোনা সবাই, জানে তারই কথা ..
বুঝবেনা কেউ বুঝবেনা
কি যে মনের ব্যথা।