Song: Chaitali Bela Seshe
Singer: Srikanto Acharya
Chaitali Bela Seshe Lyrics in Bengali
চৈতালী বেলা শেষে
যখন রাঙিয়ে গেলে আমার এ মন,
তখনো দেখিনি আমি,
আরো কি যে বলেছিল
তোমার নয়ন, তোমার নয়ন।
এক রাশ ফুলে ফুলে
যে সুর দিয়েছো ছড়িয়ে,
আমি আজ তার সুধা নিয়েছি কুঁড়িয়ে।
আমার সাগরে ঢেউ আর ঢেউ এ
লেগেছে দোলন,
আমার সাগরে ঢেউ আর ঢেউ এ
লেগেছে দোলন,
চৈতালী বেলা শেষে
যখন রাঙিয়ে গেলে আমার এ মন,
তখনো দেখিনি আমি,
আরো কি যে বলেছিল
তোমার নয়ন, তোমার নয়ন।
এ ঝরাপাতার দিনে ডাকলে যখন আমাকে
বসন্ত বাহারে পাবো কি তোমাকে,
পাওয়া না পাওয়ার এই
আশা নিরাশার মাঝে রয়েছি এখন,
পাওয়া না পাওয়ার এই
আশা নিরাশার মাঝে রয়েছি এখন,
চৈতালী বেলা শেষে
যখন রাঙিয়ে গেলে আমার এ মন,
তখনো দেখিনি আমি,
আরো কি যে বলেছিল
তোমার নয়ন, তোমার নয়ন।