Song: Chitatei Sob Sesh
Singer: Kishore Kumar
Chitatei Sob Sesh Lyrics in Bengali
এই তো জীবন,
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ।
এইতো জীবন..
কেন দিসরে চুমুক তবে বিষয়ের বিষে,
সবি তো ধূলোয় যাবে মিশে।
থাকবেনা গায়ে তোর
ঝলমলে দামী ওই বেশ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এই তো জীবন ..
সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এই তো জীবন
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এইতো জীবন..