Song: Choitrer Kafon
Singer: Anupam Roy
Choitrer Kafon Lyrics in Bengali:
যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে
যে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলে,
যে গেছে ছায়াপ্রাণ বনবীথি তলে।
বন জানে অভিমানে গেছে সে অবহেলে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে,
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে।
আ.. আকাশে কেঁপেছে বাঁশিসুর
আঁচলে উড়েছে ময়ূর,
চলে যাই, বলেছিলো চলে যাই
মহুল তরুর বাহু ছুঁয়ে,
যে গেছে অশ্রুময় বন’অন্তরালে।
সে বুঝি শুয়ে আছে চৈত্রের হলুদ বিকেল
যেখানে চূর্ণ ফুল ঝরে তার আঁচলে,
সেখানে চূর্ণ ফুল ঝরে তার কাফনে।