Dusmanta Raja Jodi Hotam Ami Lyrics in Bengali |দুষ্মন্ত রাজা যদি হোতাম আমি লিরিক্স

Song: Dusmanta Raja Jodi Hotam Ami
Singer: Kumar Sanu

Dusmanta Raja Jodi Hotam Ami Lyrics in Bengali

দুষ্মন্ত রাজা যদি হোতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।

আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।

আমার এ প্রেম হলো পরশমনি
সবই যে সোনা হয় ছুঁই যখনি।
দূর থেকে যত দূরে যাই না চলে
সোনার শকুন্তলা বুকে পেতাম আমি।

আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।
দুষ্মন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।

সাথেই থাকতো প্রিয়া মনটা জুড়ে
ছন্দে তালেতে আর গানের সুরে।
নয়নে দেখা নয় নাই বা হতো
প্রেমের অহংকারে তাকে ছুঁতাম আমি।

আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।
দুষ্মন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
জেতাম না কখনো যে তাকে ভুলে।

Share with your friends

Leave a Comment