E Amar Gurudakshina Lyrics in Bengali |এ আমার গুরুদক্ষিণা লিরিক্স

Song: E Amar Gurudakshina
Singer: Kishore Kumar

E Amar Gurudakshina Lyrics in Bengali

এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম।
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার গুরুদক্ষিণা।।

ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়,
ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়,
তোমার আশিষে ধন্য হলাম
তোমার আশিষে আমি ধন্য হলাম।
এ আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার গুরুদক্ষিণা।।

বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর,
বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর,
সবাকার পদরেণু মাথায় নিলাম
সবাকার পদরেণু মাথায় নিলাম,
এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার গুরুদক্ষিণা …

Share with your friends

Leave a Comment