Eai Je Tomar Prem Lyrics
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই-যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই-যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ ‘পরে
এই-যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ ‘পরে
এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ
হৃদয়হরণ
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে
প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ
হৃদয়হরণ
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই-যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
Eai Je Tomar Prem Lyrics
Ei-je tomar prem, ogo hridayoharono,
Ei-je paatay aalo naache sonar barono.
Ei-je modhur aalosbhare megh bhese jaay aakash-pare,
Ei-je baatas dehe kore amritokharono.
Probhat-aalor dhaaray aamar nayon bheshechhe,
Ei tomari premer baani praane esechhe.
Tomari mukh oi nuyechhe, mukhe aamar chokh thuyechhe,
Aamar hridoy aaj chhnuyechhe tomari charono.