Song: Egiye De
Singer: Arijit Singh
Music Composer – Arindom Chatterjee
Egiye De Lyrics in Bengali
এটা গল্প কার দেখো লিখছে কে
ভুলে অন্ধকার আলো শিখছে কে (x2)
কিছু আবদারের জানি নেই মানে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে এগিয়ে দে
দু এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে (x2)
এটা গল্প কার দেখো পড়ছে কে
ঘুমে রূপকথার দেশে ঘুরছে কে (x2)
কিছু আবদারের জানি নেই মানে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে এগিয়ে দে
দু এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে (x2)
পথ চলতি হাজারো রকম
ওঠা পড়া এসেছে যখন
একা আমি তোকে তখন আগলে যাই
ঝাড়া ঝাপটা মরশুম এলে
ফাঁকা একটু সময় পেলে
তোকে আমি আমার কথাও বলতে চাই
কিছু আবদারের জানি নেই মানে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে এগিয়ে দে
দু এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে (x2)