Ei Jhir Jhir Jhir Batase lyrics(এই ঝির ঝির ঝির বাতাসে)| Srikanto Acharya

Ei Jhir Jhir Jhir Batase lyrics: Srikanto Acharya

এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে

সেই সুরে সুরে মন নাচে
উল্লাসে
তুমি কত দূরে তবু এই
সুরে
মনে হয় যেন তুমি
আছো মোর পাশে

এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে
উল্লাসে

জীবনে তাই আজ এত আলো
তোমারে যে বেসেছি গো
ভালো
জীবনে তাই আজ এত আলো
তোমারে যে বেসেছি গো
ভালো

তুমি আছো বলে
তারা দীপ জলে
মেঘেরও আড়ালে চাঁদ
তাই যেন হাসে

এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে
উল্লাসে

জানো না কি ওগো মধুমিতা
আমারও মনেরও এই কথা
জানো না কি ওগো মধুমিতা
আমারও মনেরও এই কথা
মেঘে মেঘে আজ কত খেলা
রঙে রঙে আজ তাই মেলা
মেঘে মেঘে আজ কত খেলা


রঙে রঙে আজ তাই মেলা
দূর হতে দূরে হৃদয় যাই
উড়ে
সোনালী স্বপ্নে ঝরা নীল
নীলাকাশে

এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে
উল্লাসে

তুমি কত দূরে তবু এই
সুরে
মনে হয় যেন তুমি
আছো মোর কাছে

এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে
এই ঝির ঝির ঝির বাতাসে

এই গান ভেসে আসে
এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে

এই ঝির ঝির ঝির বাতাসে
এই গান ভেসে আসে।


Share with your friends

Leave a Comment