Song: Ei Veja Borshay
Singer : Saif Zohan
Lyrics : Saif Zohan
Ei Veja Borshay Lyrics in Bengali
এই ভেজা বরষায়
মন তাকে ফিরে চায়,
এই ভেজা বরষায়
মন তাকে ফিরে চায়,
কাদা ছেটা স্মৃতি গুলো
ভেবে লাগে অসহায়।
এই ভেজা বরষায়
তাকে ভোলা বড় দায়,
নীর হারা পাখির মত
যেন আমি নিরুপায়।
এই ভেজা বরষায়।।
আকাশের বুকে জমা মেঘেদের মত
এই বুকে জমা আছে অগনিত ক্ষত।
আকাশের বুকে জমা মেঘেদের মত
এই বুকে জমা আছে অগনিত ক্ষত,
বৃষ্টির ঠিক আগে বয়ে যাওয়া হাওয়া
ভাবায় তার আমার পাওয়া না পাওয়া।
সেই হাওয়া ছুঁয়ে যায়
স্মৃতি গুলো ধুয়ে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।
বৃষ্টির বিকেলের আসমানি দুখ
ভাবায় আমায় তার মিলনের সুখ।
বৃষ্টির বিকেলের আসমানি দুখ
ভাবায় আমায় তার মিলনের সুখ,
সহজতো ছিলনা একসাথে হাটা
যে মিলনে খুশি নয় স্বয়ং বিধাতা,
তার, জন্য তবু কেদে যায়
এ দু’চোখ ভিজে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।
মাঝরাতে ঝড়ো হাওয়া যদি বয়ে যায়
তার অভিমানী মুখ মনে পড়ে হায়।
মাঝরাতে ঝড়ো হাওয়া যদি বয়ে যায়
তার অভিমানী মুখ মনে পড়ে হায়,
ঝিরি ঝিরি বৃষ্টিরা পড়ে মাঝরাতে
কান্নারা মিশে যায় বৃষ্টির সাথে,
যার, জন্য বুক জ্বলে যায়
সেই যদি চলে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।
যেই দিন চলে যায়
তাকি আর ফিরে আয়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।