Eka Eka Ei Besh Thaka Lyrics (একা একা এই বেশ থাকা ) | Srikanto acharya

Eka Eka Ei Besh Thaka Lyrics: Srikanto acharya

একা একা এই বেশ থাকা
আলো নেই কোথাও সব
মেঘে ঢাকা…..

ছায়া ছায়া সব আবছায়া
যাকে খুঁজে এ মন তার নেই দেখা….
আনমনে এই একা একা
সব মেঘে ঢাকা
সব মেঘে ঢাকা….

আলো ছায়া দিয়ে দিন চলে গেছে
আমাকে শূন্যতা দিয়ে গেছে

আলো ছায়া দিয়ে দিন চলে গেছে
আমাকে শূন্যতা দিয়ে গেছে

উতলা এক হাওয়া ভাসে
সে হাওয়ার সাথি শুধু নিরবতা
শুধু নিরবতা

কিছু পরে দূরে আকাশে
চেনা তারারা হয়তো বা দেবে দেখা…
বেশ আছি এই একা একা
সব মেঘে ঢাকা
সব মেঘে ঢাকা….

বেলা শেষের… রং নিয়ে…
ফেলে আসা গান ভাসে
মনে মনে..

কেউ কথা দিলো কেউ ব্যাথা দিলো
এই মনে তারি ছোঁয়া রেখে গেলো

কেউ কথা দিলো কেউ ব্যাথা দিলো
এই মনে তারি ছোঁয়া রেখে গেলো

এই চোখে… মেঘ নামে…
তাই এ মনে সব সুর ব্যাথা ভরা
শুধু ব্যাথা ভরা
সোনালি দিন ছিলো দীপালি রাত
আজ খুঁজি তবু পাই না যে দেখা….
বেশ আছি এই একা একা
সব মেঘে ঢাকা
সব মেঘে ঢাকা।

Share with your friends

Leave a Comment