Song: Ekdike Prithibi Ek Dike Tumi
Singer : Andrew Kishore And Kanak Chapa
Lyrics : Ahmed imtiaz Bulbul
Ekdike Prithibi Ek Dike Tumi Lyrics in Bengali
একদিকে পৃথিবী
একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারই বুকে রবো
আর কোনো খানে যাবো নাকো।
একদিকে পৃথিবী
একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারি বুকে রবো
আর কোনো খানে যাবো নাকো।
লালা লা লালা লা ….।।
যেখানে তুমি রবে
সেখানে আমি হবো ছায়া,
আমারই জীবন তুমি
করিনা প্রাণের কোনো মায়া।
আমি মরনও মেনে নেবো
প্রেমেরই বাজি যদি রাখো।
একদিকে পৃথিবী
একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারি বুকে রবো
আর কোনো খানে যাবো নাকো।।
আমাকে যেদিন তুমি
বন্ধু ওগো ভুলে যাবে,
ওপারে গিয়েছি চলে
হাওয়াতে খবর তুমি পাবে।
তুমি সয়নে স্বপনে জেনো
আমারই নাম ধরে ডাকো।
একদিকে পৃথিবী
একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারি বুকে রবো
আর কোনো খানে যাবো নাকো ..
লালা লা লালা লা ….।।