Song: Ghar Aaja
Singer: Arijit Singh
Music : Indradeep Dasgupta
Lyrics : Srijato
Ghar Aaja Lyrics in Bengali
ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে।
হুঁ.. তোমাকে আবার
ভালো করে চেনা
কথা দাও এবার, হারিয়ে যাবেনা,
ও.. তোমাকে আবার
ভালো করে চেনা
কথা দাও এবার, হারিয়ে যাবেনা।
ও ও.. ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে ..
এখনো কাছে, চিঠিরা আছে
আমার কথারা তোমার ভাষায়,
মুঠোর আদরে, স্মৃতিরা ঘোরে
দু ঠোঁট হারালো কার কুয়াশায়?
এত কাছে এসে, ভালোবেসে শেষে,
এত কাছে এসে, ভালোবেসে শেষে
ফেরাবে কে ফেরাবে ?
ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে।
তোমার দু হাতে, সাজানো রাতে
রাখবো নিজেকে দূর সীমানায়,
আসবে কি ফিরে? চোখের শরীরে
এমন ফেরা তো তাকেই মানায়।
এতো কাছে এসে, ভালোবেসে শেষে,
এতো কাছে এসে, ভালোবেসে শেষে
ফেরাবে কে ফেরাবে ?
ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে।
তোমাকে আবার
ভালো করে চেনা
কথা দাও এবার, হারিয়ে যাবেনা,
তোমাকে আবার ..
ভালো করে চেনা
কথা দাও এবার, হারিয়ে যাবেনা।
ও ও.. ঘর আজা ঘর আজা,
পিয়া মোরা ঘর আজা,
ঘর আজা, ঘর আজারে ..