Song: Godhulir Opare
Singer : Emil
Lyrics : Brishty Dessa
Godhulir Opare Lyrics in Bengali
ভুলের স্রোতে ভুলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া,
ঘুম ফুরোনোর ভোরে
তোমারি হতে চাওয়া।
মনের গভীরে রেখে দেওয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া,
ফেলে আসা গোধূলিতে
তোমাকেই খুঁজে ফেরা,
চলো আজ ফিরে যাই
গোধূলির ওপারে,
চলো আজ ফিরে যাই
গোধূলির ওপারে।।
ঘুম নেমে আসা আকাশটাকে
হয়নি ধরা ভুলের স্রোতে,
হয়নি ছোঁয়া ওই আলোর স্বপ্নচূড়া।
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে,
তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায় ..
চলো আজ ফিরে যাই
গোধূলির ওপারে,
চলো আজ ফিরে যাই
গোধূলির ওপারে …
শব্দহীন বালুচরে
ফিরে এসে আমার অগোচরে,
রাঙিয়ে দাও আজ তোমার রঙে।
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে,
না বলা অনুভুতি ভাষায় ফেলে ..
চলো আজ ফিরে যাই
গোধূলির ওপারে,
চলো আজ ফিরে যাই
গোধূলির ওপারে …