Song: Hariye Jawar Gaan
Singer: Anupam Roy
Tumi Na Thakle Lyrics in Bengali:
কিভাবে কতো কি পুড়ে ছাই
কখন কে জানে রাস্তার মোড়ে হাত নাড়ি
বিদায় বাসের সারি, বুকের ভেতর ভারী
পাথরের ছোঁয়া টুকু পাই..
কেন দিলি উপহারে ঋণ
আমার যা আছে তা তো শুন্য শুন্য খালি
চিন্তা খামখেয়ালি, স্বরোচিত ধুলোবালি
মাখা কিছু অগোছালো দিন..
আজ তবে থাক থাক
অনুভূতি পিষে যাক
চোখ বুজে মাথা রাখ
তোকে দি হারিয়ে যাওয়ার গান (x2)
আমিও হেরে গিয়েছিলাম
যতবার ভাবি আমি
হলুদের ভীড় ঠেলে
ট্রাম লাইন নিচে ফেলে
নীল সাদা আলো জেলে
গুনে ফেলি কেতাবের দাম..
তোর কথা শোনা হয়ে যাক
তুই হাত বাড়ালেই
কবিতা আসবে প্রাণে
পথ হারাবো তুফানে
তোকেই খুঁজবো গানে
আমি চাই তুই ভালো থাক..
আজ তবে থাক থাক
অনুভূতি পিষে যাক
চোখ বুজে মাথা রাখ
তোকে দি হারিয়ে যাওয়ার গান (x2)
তোকে দি হারিয়ে যাওয়ার গান..