Aji Jhorer Raate Lyrics in Bengali |আজি ঝড়ের রাতে তোমার অভিসার লিরিক্স

Song: Aji Jhorer Raate
Singer: Rupankar Bagchi

Aji Jhorer Raate Lyrics in Bengali

আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার,
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার।

আকাশ কাঁদে হতাশসম
নাই যে ঘুম নয়নে মম,
আকাশ কাঁদে হতাশসম
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার,
পরানসখা বন্ধু হে আমার,
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার।

বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায় ভাবি তাই,
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায় ভাবি তাই,
সুদূর কোন্ নদীর পারে
গহন কোন্ বনের ধারে,
সুদূর কোন্ নদীর পারে
গহন কোন্ বনের ধারে,
গভীর কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার,
পরানসখা বন্ধু হে আমার,
আজই ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার।

Share with your friends

Leave a Comment