Hridoyer Ekul Okul Lyrics in Bengali | হৃদয়ের এ কূল ও কূল লিরিক্স | Rabindra Sangeet

Song :Hridoyer Ekul Okul
Singer: Jayati Chakraborty
Lyricist : Rabindranath Tagore

Hridoyer Ekul Okul Lyrics in Bengali:

হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়ন-বারি

যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি।

পরানে পড়িয়াছে টান,
ভরা নদীতে আসে বান
পরানে পড়িয়াছে টান,
ভরা নদীতে আসে বান
আজিকে কী ঘোর তুফান সজনি গো
বাঁধো আর বাঁধিতে নারি,
বাঁধ আর বাঁধিতে নারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি।

কেন এমন হল গো, আমার এই নব’যৌবনে
সহসা কী বহিলো কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে
হৃদয় আপনি উদাস, মরমে কিসেরও হুতাশ
হৃদয় আপনি উদাস, মরমে কিসেরও হুতাশ
জানি না কী বাসনা, কী বেদনা গো..
কেমনে আপনা নিবারি,
কেমনে আপনা নিবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি।

Share with your friends

Leave a Comment