Song: Jabar Belay Tumi Ogo
Singer: Rupankar Bagchi
Jabar Belay Tumi Ogo Lyrics in Bengali
যাবার বেলায় তুমি ওগো
পিছু পানে আর ডেকোনা,
মনের কোনে ভালোবেসে
স্মৃতিটুকু আর রেখোনা।
যাবার বেলায় …
যাবেই যদি এলে কেন
শূন্যবুকের মাঝে,
সারেঙ্গিটা নিশিত রাতে
করুন শুরে বাজে।
সাঁঝে আকাশে, নতুন করে
প্রদীপ তুমি জ্বেলো না ..
যাবার বেলায় তুমি ওগো
পিছু পানে আর ডেকোনা,
মনের কোনে ভালোবেসে
স্মৃতিটুকু আর রেখোনা।
যাবার বেলায় …
দূরেই যদি রাখবে তবে
মিছে কেন কাছে এলে,
চোখের জলে সাগর কূলে
আমায় ভাসিয়ে দিলে।
দখিনা বাতাসে ফিরে এসে তুমি
মনেতে রং ঢেলো না ..
যাবার বেলায় তুমি ওগো
পিছু পানে আর ডেকোনা,
মনের কোনে ভালোবেসে
স্মৃতিটুকু আর রেখোনা।
যাবার বেলায় ….