Song: Jao Pakhi Bolo
Singer: Shreya Ghoshal
Jao Pakhi Bolo Lyrics in Bengali:
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে কানাচ।
ও.. যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে.. হুঁ হুঁ হুঁ..
যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।