Song: Je Ankhite Eto Hasi Lukano
Singer: Srikanto Acharya
Je Ankhite Eto Hasi Lukano Lyrics in Bengali
যে আঁখিতে এতো হাসি লুকানো
কুলে কুলে তার কেন আঁখি ধার,
যে মনের আছে এতো মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যাথা ভার,
যে আঁখিতে এতো হাসি লুকানো।।
দীপের শিখায় এতো আলো যে
তবু কেন কাজলে সে কালো যে,
দীপের শিখায় এতো আলো যে
তবু কেন কাজলে সে কালো যে,
একেলার ভালোলাগা কি আসে
কেঁদে কেঁদে হতে চায় দুজনার,
যে আঁখিতে এতো হাসি লুকানো।।
সাগর কখনো চেয়ে দেখে না
বুকে তার কী রতন রয়েছে,
কাঙালের মত তীরে তীরে সে
ফিরে ফিরে অবহেলা সয়েছে।
প্রেম যদি ভরে এতো সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো,
প্রেম যদি ভরে এতো সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো,
যে মেঘে রয়েছে এতো মমতা
কেন তার বিদ্যুতে হাহাকার।
যে আঁখিতে এত হাসি লুকানো
কুলে কুলে তার কেনো আঁখি ধার,
যে মনের আছে এতো মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যথা ভার,
যে আঁখিতে এতো হাসি লুকানো।।