Song: Je Kawta Din
Singer: Anupam Roy & Iman Chakraborty
Je Kawta Din Lyrics in Bengali
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
চিন্তার অনুপ্রবেশ রেজর ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে,
স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই।
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে।
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।