Je Kota Din Tumi Chile Pashe Lyrics in Bengali | যে কটা দিন তুমি ছিলে পাশে লিরিক্স

Song: Je Kota Din Tumi Chile Pashe
Singer: Saptarshi Mukherjee & Shreya Ghoshal

Je Kota Din Tumi Chile Pashe Lyrics in Bengali:

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো ।

যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
দিয়ে বুনি তোমার শালে ভালোবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো ।

তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে,
তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল
শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে,
ট্রাফিকের এই ক্যকোফোনি ,
আমাদের স্বপ্ন চুষে খায় ।

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা,
আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো ।

যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে,
আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি,
যে যার নিজের দেশে,
আমারা স্রোত কুড়োতে যাই ।

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা,
আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো ।

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো ।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো ।

Share with your friends

Leave a Comment