Song: Jege Jege
Singer: Shreya Ghoshal
Lyricist : Srijato
Jege Jege Lyrics in Bengali:
জেগে জেগে কত পার করে দেওয়া রাত,
আরও একবার মুঠোর মধ্যে হাত ।
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো,
শরীরে শরীরে মন তবু অক্ষত ।
আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না ।
আজ রাতে না না, না না…
ঠোঁটের শহর আদর সনে যেতে,
সম্মোহনের সময় হয় না মিথ্যে ।
চেনা মন দানে নিজেকে রেখেছি নিজে,
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে ।
আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না আজ রাতে…
দুজনের মাঝে সেলাই দাগের সুতো,
স্মৃতি বলে দেয়, দুঃখ কিভাবে ছুঁতো ।
ছুঁয়ে দেখো তুমি, এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা ।
আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না আজ রাতে…
এসো একবার শরীরের পথে পথে,
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে ।
মরে যেতে পারি সহজে, এত চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া ।
আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না আজ রাতে…
জেগে জেগে কত পার করে দেওয়া রাত,
আরও একবার মুঠোর মধ্যে হাত ।
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো,
শরীরে শরীরে মন তবু অক্ষত ।
আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না ।
আজ রাতে না না, না না..