Jete Dao Amay Dekona Lyrics in Bengali |যেতে দাও আমায় ডেকোনা লিরিক্স

Song: Jete Dao Amay Dekona
Singer: Asha Bhosle

Jete Dao Amay Dekona Lyrics in Bengali

যেতে দাও আমায় ডেকোনা,
যেতে দাও আমায় ডেকোনা
কবে কি আমি বলেছি মনে রেখোনা ..
যেতে দাও আমায় ডেকোনা
কিছু বলবে কি?
না না না পিছু ডেকোনা ..
যেতে দাও আমায় ডেকোনা।

তুমি ভরে নিও বাঁশি
ওগো সুর থেকে সুরে,
নয় চলে যাব আমি
শুধু দূর থেকে দূরে।
এই তাসেরই ঘর বেঁধে
তুমি ভেঙ্গে দিওনা, আ আ আ..
যেতে দাও আমায় ডেকোনা।

কাঁচেরই ঝাড়বাতি
নেভে সময় হলে,
প্রেম যে মোমের আলো
জ্বালায় শুধু জ্বলে, হায়।
প্রদীপেরই শিখায় পড়ে মরুক প্রজাপতি
হায় এমনি করে আসে
শুধু লাভ থেকে ক্ষতি,
এই হিসাবেরই খাতা
আর খুলে দেখোনা, আ আ আ..
যেতে দাও আমায় ডেকোনা,
কবে কি আমি বলেছি মনে রেখোনা..
যেতে দাও আমায় ডেকোনা ..

Share with your friends

Leave a Comment