Jharnaa Jhar Jhariye lyrics(ঝর্ণা ঝর ঝরঝরিয়ে) Srikanto Acharya

 Jharnaa Jhar Jhariye lyrics: Srikanto Acharya

ঝর্ণা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে
কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ
ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়

ঝর্ণা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে
কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ
ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়

বুঝিনা আমি বুঝি যা,
অন্যে কেন বোঝেনা
এই চোখ আহা খোঁজে যা
আর কেও তা খোঁজেনা,
কেন খোঁজেনা

ঝর্ণা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে
কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ
ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়

পাহাড়, তুমি সুন্দর কতো
সুন্দর
জানে এই মন
তোমার এতো সুন্দর হয়ে
থাকবার
কিবা প্রয়োজন
পাহাড়, তুমি সুন্দর কতো
সুন্দর
জানে এই মন
তোমার এতো সুন্দর হয়ে
থাকবার
কিবা প্রয়োজন
যদি না তোমায় দেখেও
কারও
সবই ভাল লাগে ভালোবাসা
জাগে
কারও মন কিছু চায়
বুঝিনা আমি বুঝি যা,
অন্যে কেন বোঝেনা
এই চোখ আহা খোঁজে যা
আর কেও তা খোঁজেনা, কেন
খোঁজেনা
ঝর্ণা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে
কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ
ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়

জীবন, কতো ঘটনার কতো
রটনার
তাকে বোঝা দায়
হটাৎ যাকে খোঁজে চোখ
যেন সেই চোখ
চোখে পড়ে যায়
জীবন, কতো ঘটনার কতো
রটনার
তাকে বোঝা দায়
হটাৎ যাকে খোঁজে চোখ
যেন সেই চোখ
চোখে পড়ে যায়

কখনও যে প্রান সেখেনি
গান
এই দেখা পেয়ে সেও ওঠে
গেয়ে
কথা বলে সুখ পায়

বুঝিনা আমি বুঝি যা,
অন্যে কেন বোঝেনা
এই চোখ খোঁজে যা
আর কেও তা খোঁজেনা,
কেন খোঁজেনা

ঝর্ণা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে
কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ
ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়
ঝর্ণা ঝর ঝরঝরিয়ে জল
ছড়িয়ে
কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ
ধরিয়ে
কেন হেঁসে হেঁসে যায়।

Share with your friends

Leave a Comment