Song: Jodi Akasher Gaaye Thakle
Singer: Arka Mukherjee
Jodi Akasher Gaaye Thakle Lyrics in Bengali:
যদি আকাশের গায়ে কান না পাতি,
তোমার কথা শুনতে পাবো না।
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি,
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি,
তোমার শরীর স্পর্শ পাবো না,
তোমার কথা শুনতে পাবো না।
যদি আকাশের গায়ে কান না পাতি,
তোমার কথা শুনতে পাবো না।
আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি
শরীর-আঁধারে মা জননী।
তোমায় জন্ম দেওয়ার ব্যথা না পাইলে,
তোমায় জন্ম দেওয়ার ব্যথা না পাইলে,
তোমার জন্ম শব্দ পাবো না,
তোমার কথা শুনতে পাবো না।
যদি আকাশের গায়ে কান না পাতি,
তোমার কথা শুনতে পাবোনা।
আমার শীত করে আর জ্বর আসে গায়,
শীতের কালে পাতারা শুকায়।
আমি শীত-যোনিতে না ডুবিলে,
আমি শীতযোনিতে না ডুবিলে,
তোমার মৃত্যু শুনতে পাবো না,
তোমার কথা শুনতে পাবো না।
যদি আকাশের গায়ে কান না পাতি,
তোমার কথা শুনতে পাবো না।