Kachhei Achhi lyrics: Srikanto Acharya
আমি তোর কাছেই
আছি সেতায় বাঁচি
কানামাছি খেলে যাই।
আমি তোর একার
আকাশ বুকের বাতাস
যখন যা চাস আমি
তাই।
আমি ঐ মেঘের ভিড়ে
পাখির নীড়ে তোকেই
ফিরে পাই।
আমি তোর স্বপ্ন
ছোঁয়ে তাকি দূর তারায়
ছোঁয়ে।
আমি তোর বুকে হবো
ভোর ভয় কি রে
তোর, আমি সেই ভোর
ছোঁয়ে নতুন করে
তোকেই পেতে চাই।
আমাদের কান্না নিয়ে
উঠে চাঁদ জোছনা রাতে
বাজি রোজ ব্যথার মত
দু তারায়।
আসলে তুই তো আমি।