Kagojer Bari Lyrics in Bengali |কাগজের বাড়ি লিরিক্স

Song: Kagojer Bari
Singer: Anweshaa Dutta Gupta

Kagojer Bari Lyrics in Bengali

এ কাগজের বাড়ি আর তার ঠিকানা
ঢেকে রাখা এক চোখে তোর নিশানা।

এ কাগজের বাড়ি আর তার ঠিকানা
ঢেকে রাখা এক চোখে তোর নিশানা,
সব ফেলে তোর বাজারে আর যাবো না,
সব ফেলে তোর বাজারে আর যাবো না।

কোন পাহাড়ে বৃষ্টি নামে, কোন পাহাড়ে থামে
কোন মানুষের কাছে গেলে উষ্ণ তাপের আঁচ,
এই বেলা তুই চোখ রাঙাস, তোর বারান্দা হাসে
তোর বিকেলে সোনা ঝরে চারটে বেজে পাঁচ।
রঙ্গীন হতেই পারে দোড়া বাঁধা ফুল,
আমার বিক্রি হওয়া রোদে।

এ কাগজের বাড়ি আর তার ঠিকানা
ঢেকে রাখা এক চোখে তোর নিশানা,
সব ফেলে তোর বাজারে আর যাব না,
হুঁ ..
সব ফেলে তোর বাজারে আর যাব না।

কোন পাহাড়ে আয়ু বাড়ে, কোন পাহাড়ে কমে
গুমটি ঘরে চুপটি করে মেঘ সরিয়েছি,
তোর বাজারে কিনতে পাওয়া অস্বীকারের ভাষা
তোর পাঠানো ঝরাপাতা মূল্য ধরে দিই।

আবার কাগজ বাড়ি ঠিকানা হারায়
আমার বিক্রি হওয়া রোদে ..

এ কাগোজের বাড়ি আর তার ঠিকানা
ঢেকে রাখা এক চোখে তোর নিশানা,
সব ফেলে তোর বাজারে আর যাবো না,
হুঁ ..
সব ফেলে তোর বাজারে আর যাব না।

Share with your friends

Leave a Comment