Song: Ke Ami Kothay
Singer: Arijit Singh
Music Director: Indraadip Das Gupta
Lyricist: Srijato Bandyopadhyay
Ke Ami Kothay Lyrics in Bengali
হাজার অতীত জন্ম-দাগের মতো
ফুটে থাকে তারায় তারায়
কে যেন ছিলাম, মনে তো পড়ে না
ছায়াপথ শরীরে হারায়।
কে আমি কোথায় ?
আমি কি আমি, না অন্য কেউ ?
একই মুখ বহু ঠিকানায়।
এসেছি যেমন, মিশে যাবো ঠিক
মাটি, জল, আগুন, হাওয়ায়।
প্রতি জনমে এক নতুন সে দিন
পুরনো তারিখ খুঁজে পায়
বহু পথিকের একই পায়ে হাঁটা
এ আমির গল্প শোনায়
কে আমি কোথায় ?