Keno Aaj Kal Lyrics in Bengali |অন্তবিহীন কাটে না আর যেন লিরিক্স

Song: Keno Aaj Kal
Singer: Nachiketa Chakraborty

Keno Aaj Kal Lyrics in Bengali

অচেনা শহরে, নিচ্ছি উড়াল
কেন আজকাল?
নিচ্ছি উড়াল, কেন আজকাল?

খুচরো ছোঁয়াতে, ইচ্ছে ধোঁয়াতে
রাখছি করে আড়াল,
তোর নানান কথা, আর নীরবতা
আমার সন্ধ্যে সকাল,
হয় মাতাল, কেন আজকাল?
হয় মাতাল, কেন আজকাল?

তারায় তারায়, চর্চা খুব এখন
ধরা দিলো, দলছুট মন কেমন,
শেষে যদি, বিয়োগে বাজে সুর
ভেসে তবু, যাবোই বহুদূর।
তোর হাতের, আখরে, টালমাটাল
কেন আজকাল?
কেন আজকাল?
কেন আজকাল?

আকাশ ছোঁয়াচ, বৃষ্টির পরতে
বৃষ্টির বাস এ মনে
শ্রাবনে কী শরতে।

পেলাম খুঁজে, নক্সিকাঁথার মাঠ
পেলাম শেষে, কবিতাও হঠাৎ।

সবুজের আদরে, মন বেসামাল
কেন আজকাল?
কেন আজকাল?
কেন আজকাল?

Share with your friends

Leave a Comment