Song: Keno Kichu Kotha Bolo Na
Singer: Lata Mangeshkar
Keno Kichu Kotha Bolo Na Lyrics in Bengali
কেন কিছু কথা বলো না?
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার,
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলো না?
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার,
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলোনা ?
যত দূর দূর থাকো
শুধু চেয়ে চেয়ে থাকো,
যত দূর দূর থাকো
শুধু চেয়ে চেয়ে থাকো,
সে চাওয়ায় আমার আকাশ
আমার বাতাস ভরে রাখো।
একি ছলনা, একি ছলনা
কেন কিছু কথা বলোনা?
কেন কিছু কথা বলো না ?
না বলে যা যাও বলে,
ভাষাহীনা ভাষার বেদনা
কেন কিছু কথা বলো না ?
যত সুর না গেয়ে গাও
যে বাঁশি প্রাণে বাজাও,
যত সুর না গেয়ে গাও
যে বাঁশি প্রাণে বাজাও,
সে সুরের সুরায় মদির হল যে মন
কোথায় উধাও,
একি ছলনা, একি ছলনা
কেন কিছু কথা বলো না?
শুধু চোখে চোখে চেয়ে
যা কিছু চাওয়ার আমার,
নিলে সবই চেয়ে, একি ছলনা
কেন কিছু কথা বলো না?